বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচল সংলগ্ন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত গণসংবর্ধনা শেষে এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
দলীয় সূত্র জানায়, সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং আশপাশের সংলগ্ন এলাকায় পড়ে থাকা প্লাস্টিক, কাগজ, ব্যানারসহ বিভিন্ন ধরনের বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট নেতারা জানান, গণসংবর্ধনায় বিপুল মানুষের সমাগম হলেও কর্মসূচি শেষে এলাকাবাসী ও নগরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিষয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নগর পরিচ্ছন্নতা রক্ষায় দলটি বরাবরই দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সংবর্ধনা শেষে বর্জ্য অপসারণ কার্যক্রম সেই দায়িত্বশীলতারই ধারাবাহিক অংশ।


