হলফনামায় আমেরিকান নাগরিকত্বের তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম মিঞা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন। অভিযোগকারী মো. রুবেলের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
অ্যাডভোকেট ওমর ফারুক জানান, আমজাদ হোসাইনের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে। তবে অনলাইনে মনোনয়নপত্র পূরণের সময় তিনি সেই তথ্য হলফনামায় উল্লেখ করেননি। পরবর্তীতে বিষয়টি সামনে এলে তিনি নিজেই আমেরিকান নাগরিকত্ব ও পাসপোর্ট থাকার বিষয়টি স্বীকার করেন।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আমজাদ হোসাইন একজন আমেরিকান পাসপোর্টধারী নাগরিক। অথচ তিনি বাংলাদেশ সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হওয়ার পরও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি আমেরিকার গ্রিন কার্ড গ্রহণ ও নাগরিকত্ব নেওয়ার তথ্য গোপন করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেন।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তিনি আমেরিকার গ্রিন কার্ড গ্রহণ ও নাগরিকত্ব নেওয়ার তথ্য গোপন করেছেন, এ অভিযোগের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন।


