ভারতকে বাংলাদেশের দিকে আওয়ামী লীগের দৃষ্টিতে নয়, জনগণের দৃষ্টিতে তাকানোর আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, এ সম্পর্ক হবে দুই দেশের জনগণের মধ্যে। ভারতের পক্ষ থেকে যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করা হয়, তবে সেটি এই প্রজন্মকে ভুলভাবে বোঝার শামিল হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ছয় মাসের দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার ভাষায়, ভারত থেকে তাদের ‘পুশ’ করা হয় এবং কিলিং মিশন শেষ হওয়ার পর আবার ভারতে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন, বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি বলেও তিনি অভিযোগ করেন।


