বগুড়ার শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) বেলা ১২ টায় বাসস্ট্যান্ডের আল-আহমদিয়া কমপ্লেক্সের একটি রুমে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম শিরু ফিতা কেটে এর যাত্রা শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন আল-আহমদিয়া কমপ্লেক্সের স্বত্তাধিকারী এহছানূল কবীর বাবু, টেস্টি ট্রিট শেরপুরের ফ্রাঞ্চাইজি আনোয়ার হোসেন রানা সহ স্থানীয় সুধীজন ও নেতৃবৃন্দ।শেরপুরে এটাই টেস্টি ট্রিট এর প্রথম ও একমাত্র শাখা। টেস্টি ট্রিট ফাস্ট ফুড সহ বিভিন্ন ধরনের খাবার বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন আউটলেট এর মাধ্যমে বিপনণ করে আসছে।
টেস্টি ট্রিট নর্থ শাখার রিজওনাল সেলস ম্যানেজার হামিদুর রহমান বলেন, উত্তরবঙ্গে এটা আমাদের ৬২ তম শাখা যা আজ উদ্বোধন হল। অন্য সকল শাখার ন্যায় এই শাখায় আমাদের সর্বোচ্চ কাস্টোমার সার্ভিস ও খাবারের মান অটুট থাকবে।


