“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, ইতিহাস বিকৃতি রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বগুড়ার শেরপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) দুপুর ২টায় আমরা মুক্তিযোদ্ধা সন্তান শেরপুর উপজেলা শাখার উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি শাহাবুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, মুক্তিযোদ্ধা পরিবার ও সন্তানদেরও বড় দায়িত্ব রয়েছে। ইতিহাস বিকৃতির অপচেষ্টা রুখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়া জরুরি। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জেলা কমান্ডের সাবেক সভাপতি শাজাহান আলী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফউদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউসার কলিংস, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা কমিটির উপদেষ্টা শিশির মোস্তাফিজ, সহ-সভাপতি সাজাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাশেদুল হাসানসহ সংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।
ছবি ক্যাপশন: বগুড়ার শেরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। ছবি-কালবেলা।


