আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত নেয়।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ সিদ্ধান্তের ফলে বগুড়া-২ আসন থেকে মান্নার নির্বাচনে অংশগ্রহণের পথে আর কোনো বাধা রইল না।
এর আগে গত শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বাতিল করেন। সে সময় রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় তথ্যগত অসঙ্গতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, মান্নার হলফনামায় নোটারি পাবলিক আইনজীবীর স্বাক্ষরের তারিখ ছিল ২৮ ডিসেম্বর, অথচ প্রার্থী হিসেবে মাহমুদুর রহমান মান্নার স্বাক্ষরের তারিখ ছিল ২৯ ডিসেম্বর। স্বাক্ষরের এই একদিনের পার্থক্যকে অসঙ্গতি হিসেবে বিবেচনা করা হয়। সে কারণে প্রার্থী নোটারি পাবলিকের সামনে স্বাক্ষর করেননি, এমন ব্যাখ্যা দিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছিল।
তবে পরে ওই আদেশের বিরুদ্ধে মান্না নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করে।


