নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পাচারের সময় ছয়টি পিকআপভ্যানসহ ৩২টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আলমগীর (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার নইহাটি বাজার এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে বিক্রির উদ্দেশ্যে আনা পিকআপভ্যানগুলো আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নইহাটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ছয়টি পিকআপভ্যানে করে আনা গরুগুলো জব্দ করা হয় এবং এর সঙ্গে থাকা আলমগীরকে আটক করে বারহাট্টা থানায় নেওয়া হয়। আটক আলমগীর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাসিন্দা।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গরুগুলো ভারতীয় বলে স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আটক আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে। জব্দ করা গরুগুলোর বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


