বগুড়ার শেরপুরে ঢাকা–রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। কাভার্ড ভ্যানের চালক মোঃ শরিফ (৩২) গাজীপুরের ও তার সহকারী মোঃ আমির হোসেন (২৬) চাঁদপুরের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ঢাকাগামী কাভার্ড ভ্যানেটিকে সন্দেহজনক মনেহয়। এ সময় গাড়িটি থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে চালক ও হেলপারকে আটক করা হয় এবং পিকআপটি জব্দ করা হয়।
এ ঘটনায় শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


