বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, জুয়া মামলার আসামি, মাদক মামলার আসামি এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন। ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, জাবেদ আলী, লাকু মিয়া, নাদিয়া বিবি, জাকিয়া, ছানাউল ইসলাম টুটুল, ইয়াছিন আলি, মাসুদ রানা ও লিটন প্রাং।
জুয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন বাবলু (৫০), শহিদুল ইসলাম, আবু বক্কর (৪০), হাবিবুর রহমান (৫৫), খয়ের আলী ও আলমগীর (৩৫)। মাদক মামলায় আটক হয়েছেন মেহেদী হাসান সম্রাট, নাজমা খাতুন (৪৫) ও জাহিদ হাসান (২৮)। এছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মতিউর রহমান (৪৮) ও রহমতকে।
দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।


