চাতাল শ্রমিক আব্দুল মান্নান গত ২১ অক্টোবর সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যান।
বগুড়ার শেরপুরে চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৫ দিন পর বাড়ির পাশ থেকে পাওয়া গেছে চাতাল শ্রমিকের লাশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের একটি চাতালে উপর থেকে লাশটি উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।
নিহত আব্দুল মান্নান (৩৮) আন্দিকুমড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, চাতাল শ্রমিক আব্দুল মান্নান গত ২১ অক্টোবর সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
বৃহস্পতিবার রাত ২ টার দিকে বগুড়ার শেরপুরে চাতাল শ্রমিক শামছুল মেলেটারীর চাতালের শ্রমিকেরা কাজ করতে যান। এসময় তারা মান্নানের লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক শাহাদত হোসেন বলেন, “খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে নিহতের মা খাদিজা খাতুন বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।“
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বাবু কুমার সাহা বলেন, “ময়না তদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।“