অভিনেত্রী হিমুর মৃত্যুর ঘটনায় জিয়াউদ্দিন আটক। ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় প্রেমিক মোঃ জিয়াউদ্দিন ওরফে রুফিককে আটক করেছে র্যাব। এরপরে হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে। তাঁর মৃত্যু ঘিরে দেখা দিয়েছে রহস্য। হুমায়রা হিমুর গলায় রশির দাগ পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (এসআই) মোছাঃ মাসুদা খাতুন জানান, গতকাল (২ নভেম্বর) রাত ৮টার দিকে অভিনেত্রীর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তারপর হিমুর মোবাইল ফোনসহ পালিয়ে যায় জিয়াউল।
২০০৬-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ‘ছায়াবীথি’ প্রচারিত হয়। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপরে তিনি ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেন।
হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং এ কলেজ থেকে স্নাতকোত্তর উপর ডিগ্রি লাভ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্য জগতে প্রবেশ করেন।