শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

অন্বেষণ ডেস্ক :

গাজীপুরে হাতি দিয়ে চাঁদাবাজি

বিশেষ সংবাদ

গাজীপুরে হাতি দিয়ে চাঁদাবাজি করছেন হাতির মালিক। গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় সোমবার (১৩ নভেম্বর) সকালে হাতির মালিক বিভিন্ন যানবাহন ও দোকান থেকে চাঁদাবাজি করছেন দুটি হাতি দিয়ে। এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় সোমবার (১৩ নভেম্বর) সকালে সিনাবহ থেকে চন্দ্রা সড়কের বিভিন্ন যানবাহন ও দোকানপাটে দুটি হাতি দিয়ে চাঁদাবাজি করছেন রিফাত হোসেন নামে হাতির মালিক।

রাস্তায় খোলা-মেলা ঘুরে বেড়াচ্ছে হাতি। ভয়ে রস্তা দিয়ে যেতে পারছে না পথচারী, শিক্ষার্থীসহ কোনো যানবাহন। হাতির মালিক পিঠে নিয়ে বসে থেকে হতিকে নির্দেশ দিচ্ছেন। হাতিটি মালিকের নির্দেশে এক দোকান হতে আরেক দোকানে যাচ্ছে চাঁদা নেওয়ার জন্য।

এলাকাবাসী বলেন, হাতিটির শুঁড়ের মাথায় টাকা গুঁজে না দেওয়া পর্যন্ত শুঁড় সরাচ্ছে না। টাকা না দিলে উল্টো ভয় দেখাচ্ছে হাতির মালিক। এভাবেই অভিনব কৌশলে গাজীপুরে হাতি দিয়ে চাঁদাবাজি চলছে। দোকানের ধরণ অনুযায়ী সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু করে ১০০-১৫০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে। হাতিকে টাকা কম দিলে হাতির শুঁড় দিয়ে মানুষকে হয়রানি করে হাতির মালিক। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে হাতি দিয়ে চাঁদাবাজি করায়।

হাতির মালিক রিফাত হোসেনকে হাতি দিয়ে চাঁদাবাজির করার কথা জিজ্ঞাসা করলে তিনি এই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

এলাকার সজল মাহমুদ জানান, দুটি হাতি দিয়ে গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় চাঁদাবাজি করছেন হাতির মালিক। গাড়ি থামিয়ে চাঁদাবাজি করায় রাস্তায় যানজট সৃষ্টি করছেন। হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধ করে আইনগত ব্যাবস্থা নেওয়া উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, হাতি দিয়ে চাঁদাবাজি করার কোন নিয়ম নেই। ওই হাতিগুলোকে এখনই আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে। বুধবার...

জনপ্রিয়

অপরাধ