বগুড়ায় ৭ হাজার টন ধান ও ২১ হাজার মে. টন চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার (এলএসডি) গোডাউনে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, গুদামে ধান-চাল নিয়ে এসে কোন কৃষকই যেন হয়রানির শিকার না হয় সেদিকে কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নজর রাখতে হবে। কোন কৃষক হয়রানির শিকার হলে সেটি মেনে নেয়া হবে না।
বগুড়ার অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কাজী সাইফুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: মতলুবর রহমান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, বগুড়া সদর এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউসুফ আলী প্রমুখ।
বগুড়ায় ৭ হাজার টন ধান ও ২১ হাজার মে. টন চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম আরো জাানান, কৃষক এবং মিলার উভয়ে যাতে ন্যায্যমূল্য পায় সে দিকটি বিবেচনায় রেখে সরকার ৩০ টাকা কেজি দরে ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি নিয়ম বা নির্দেশনা বহির্ভূত ধান ও চাল যারা ক্রয় করবে যারা তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।