বগুড়া-৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন হিরো আলম। জনপ্রিয় ইউটিউবার হিরো আলম বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। হিরো আলম কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিবেন আজ।
হিরো আলমের ব্যক্তিগত সহকারী লিমন শেখ গত বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন।
লিমন শেখ বলেন, হিরো আলম আজ ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা করবেন। তিনি কোনো দলের প্রার্থী হচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে লিমন জানান, দলের প্রার্থী হলে হিরো আলম নিজেই ঘোষণা দেবেন।
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন হিরো আলম। ২০২২ সালে বিএনপি থেকে নির্বাচিত ২ জন সংসদ সদস্য পদত্যাগ করায় উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয় হিরো আলম।