ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ান্স’ ফিচার নিয়ে আসলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে ভিডিও বা ছবি পাঠালে আপনি তা একবার ক্লিক করে খুলে ফেললে আর ২য়বার দেখতে পারবেন না। এটাই ভিউ ওয়ান্স অপশন ব্যবহারের নতুন মজা। ২ বছর আগেই এই আকর্ষণীয় ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। এবার ভয়েস মেসেজেও যুক্ত হলো এই নতুন ফিচারটি।
‘ভিউ ওয়ান্স’ ফিচারের মাধ্যমে পাঠানো ভয়েস মেসেজ গ্রাহক একবার শুনে ফেললে তা নিজে থেকেই ডিলিট হয়ে যাবে। ভিডিও এবং ছবির ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার যেভাবে কাজ করে, ভয়েস মেসেজেও ঠিক সেভাবেই কাজ করবে।
খবরে বলা হয়েছে, ফিচারটি এমন পরিস্থিতির জন্য উপযোগী, যখন গ্রাহক কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার করতে চান। যেমন ক্রেডিট কার্ডের নম্বর বা গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য যা শুধুমাত্র ১বার শোনা উচিত। ভিউ ওয়ান্স ফিচারটি ব্যবহার করলে ভয়েস মেসেজটি গ্রাহকের অন্য কোনো ফোল্ডারে সেভ হয়ে থাকবে না।
ভিউ ওয়ান্স ভয়েস মেসেজে ভিডিও এবং ছবির মতো ‘ওয়ান টাইম’ আইকন দিয়ে চিহ্নিত করা হয়েছে। হোয়াটসঅ্যাপ বলেছে, ভিউ ওয়ান্স ভয়েস মেসেজগুলোও ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে এন্ড টু এন্ড এনক্রিপশনের সুবিধা পাবে।