রংপুরে প্রতারণার অভিযোগে ২ জনকে আটক করেছে পিবিআই। তথ্য ও প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাদের আটক করা হয়। বুধবার (১৩ ডিসেম্বর দুপুরে এ তথ্য জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার (এবিএম) মো: জাকির হোসেন।
তিনি আরও জানান, জলঢাকা উপজেলার মাস্টারপাড়ার কাঁঠালী এলাকার মৃত মো: জিয়াউর রহমানের ছেলে মো: জাকির হোসেন (২১) এবং সেই উপজেলার কাজীরহাট এলাকার মো: তবিবর রহমানের ছেলে মো: রবিউল ইসলাম (৩৯) কে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ভিন্ন ব্যক্তির নামে রেজিস্ট্রেশনকৃত ১৪৪টি বিভিন্ন কোম্পানির মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা একটি প্রতারক চক্রের সদস্য। তারা অচেনা ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করে সিম ও বিকাশ/নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করে ভুয়া পরিচয়ে নানা লোভ দেখিয়ে কৌশলে বিভিন্নস্তরের মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত।
রংপুরে প্রতারণার অভিযোগে আটকের বিষয়ে পুলিশ সুপার (এবিএম) মো: জাকির হোসেন বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ নগদ/বিকাশ একাউন্টের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রতারণা করে আসছিল। এই ১ম রংপুর পিবিআই তাদেরকে আটক করে। চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।