গুপি গাইন খ্যাত অনুপ ঘোষাল আর নেই। ভারতের বিশিষ্ট সংগীতশিল্পী অনুপ ঘোষাল আর নেই। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা আড়াইটায় প্রথম শ্রেণীর এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন অনুপ ঘোষাল। তিনি বার্ধক্যজনিত রোগেই তাঁর মৃত্যু হয়েছে।
শিল্পীর মৃত্যুর খবর ছড়াতেই শোকবার্তা পাঠান কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, গুপি গাইন খ্যাত বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার ডা. অনুপ ঘোষালের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাঁর গাওয়া গান আজও মানুষের মুখে মুখে ফেরে। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে নজরুল স্মৃতি পুরস্কার ও ২০১৩ সালে সংগীত মহাসম্মান তাকে প্রদান করা হয়েছে।
কন্ঠশিল্পী অনুপ ঘোষালের মৃত্যুতে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের পরিবার ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।