কক্সবাজারে অস্ত্র পাচারের সময় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩টি অস্ত্রসহ ১ দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মনিরঘোনা গ্রামের মৃত মুহাম্মদ আবুর ছেলে শহিদ সিকদার (৩৮) এবং মৃত মো: সিরাজুল ইসলামের মেয়ে ও শহিদ সিকদারের স্ত্রী মোছা: সাবেকুন নাহার (৩২)।
কক্সবাজারে অস্ত্র পাচারের সময় স্বমী-স্ত্রীকে গ্রেফতারের বিষয়ে টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (এসআই) মো: শাহাদাত সিরাজি এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওসমান গনির নির্দেশে এক গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে টেকনাফ-কক্সবাজার মহারসড়কে ১টি সিএনজি থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে ২জনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের শরীর তল্লাশি চালিয়ে ওই মহিলার কোঁমরের বেল্টে বাঁধা ৩টি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র উদ্ধার করা হয়েছে।