নিউমার্কেট থানার মামলায় রিমান্ড শেষে ঢাবির ছাত্রদল সভাপতিসহ ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর নিউমার্কেট থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো: খোরশেদ আলম সোহেলসহ ১১ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ফারাহা দিবা ছন্দা এ নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালাতে লিফলেট বিলি করেন ওই আসামিরা। কর্মসূচি পরিচালনার সময় রাজধানীর নিউমার্কেট থানা পুলিশ নীলক্ষেত এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের জবানবন্দীর ভিত্তিতে নিউমার্কেট থানার সোনারগাঁও রোডে প্রাইম প্রিন্টার্সে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আরও আট জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে প্রায় ৫০ হাজার লিফলেট, পেট্রোল বিস্ফোরক জাতীয় উপাদান (গান পাউডার), বোমা তৈরির আলামত, ১৫টি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি অবিস্ফোরিত চকলেট বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানা’র পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে এম মাহবুবুল আলম বাদী হয়ে বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।