নোয়াখালীতে রাস্তায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ করছে বিএনপির ডাকা হরতালের সমর্থনে। নোয়াখালীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়কে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর প্রধান সড়কে ককটেল বিস্ফোরণে ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে আজ বেলা ১০টার দিকে হঠাৎ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। তারা পৌরবাজার বকশি মিজির পুল এলাকায় প্রধান সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তারপর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয় পিকেটাররা। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।
নোয়াখালীতে রাস্তায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মীর জাহিদুল হক রনি বলেন, আজ সকালে নির্বাচন নিয়ে ফোর্সদের ব্রিফিং চলছিল। এ সময় সুযোগ পেয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়।