বগুড়ায় ৭টি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বগুড়া-৬ (সদর) আসনের সাতটি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে এ সকল ঘটনায় কেউ আহত হয়নি।
শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে এ বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে।
রবিবার (০৭ জানুয়ারি) সকালে বগুড়া-৬ আসনে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, বগুড়া ভান্ডারি স্কুল ভোটকেন্দ্রে, সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন ভোটকেন্দ্রে, এরুলিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে, করনেশন ইন্সটিটিউশন ভোটকেন্দ্র, নিশিন্দারা স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্র ও তাপসি রাবেয়া ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিষ্ফোরণ ঘটে। কেন্দ্রগুলোর দায়িত্বরত প্রিজাইডিং অফিসার বিষ্ফোরণের বিষয়গুলো নিশ্চিত করেছেন। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাত ১০ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ১টি ককটেল বিষ্ফোরণ ঘটে। এছাড়াও বিআরটিসি বাস ডিপোর সামনে ১টি, বগুড়া রেল স্টেশনের প্রবেশ মুখে ২টি ককটেল বিস্ফোরণ ঘটে। সেই সময়ে বড়গোলা টিনপট্টি এলাকায় ১টি পান বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিফল পুড়ে যায়। স্থানীয়দের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।
বগুড়া ভান্ডারি স্কুলের প্রিজাইডিং অফিসার গোলাম মুর্শেদ বলেন, আজ সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। বগুড়া-৭ আসনে গাবতলীর পৌর এলাকায় ১০টি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বগুড়ায় ৭টি ভোটকেন্দ্রের বাহিরে ককটেল বিস্ফোরণের বিষয়ে বগুড়ার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো: স্নিগ্ধ আখতার বলেন, ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। অনেকে আতংক তৈরি করার চেষ্টা করছে। ভোটকেন্দ্রের আশেপাশে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনির টহল জোরদার করা হয়েছে।