টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলে ফিরলেন দুই তারকা ব্যাটসম্যান রোহিত-কোহলি। এক বছরের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত শর্মা ও ভিরাট কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে’র পর থেকে দেশের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি এই দুই তারকা ব্যাটসম্যান। আরেকটি বিশ্বকাপে’র আগে ডাক পেলেন ভারত দলে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য রবিবার (০৭ জানুয়ারি) ১৬ জনের স্কোয়াড দিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে এতদিন এই সংস্করণে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব চোটের কারণে এই সিরিজে নেই।
অবশেষে বিশ্বকাপের আগে দুই অভিজ্ঞ ক্রিকেটারের শরণাপন্ন হলো ভারত ক্রিকেট দল। চলতি বছরের আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের পরিকল্পনায় আছেন রোহিত ও কোহলি। এই কারণে কেপ টাউন টেস্ট চলাকালিন এই দুই তারকার সঙ্গে কথা বলতে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। এরপরই দলে ফেরানো হলো এই দুই বিশ্বসেরা ব্যাটসম্যানকে। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজ।