ধর্ষণের দায়ে লামিচানের আট বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়া নেপালের তারকা স্পিন বোলার সন্দীপ লামিচানেকে বড় শাস্তি দিয়েছে কাঠমান্ডু জেলা আদালত। এই মালায় প্রতিভাবান এই ক্রিকেটারকে আট বছরের কারাদণ্ড এবং ৩ লাখ নেপালি রুপি জরিমানা করা হয়। সেই সঙ্গে এই ক্রিকেটারকে ভিকটিমকে ক্ষতিপূরণ হিসাবে আরও ২লাখ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে (২০২২) সালে নেপালের কাঠমান্ডুর এক হোটেলে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠে নেপালের এই তারকা লেগ স্পিনারের বিরুদ্ধে। এরপর (২০২২) সালের গত (৬ অক্টোবর) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধর্ষণের দায়ে তাকে আটক করে নেপাল পুলিশ। যদিও তার কিছুদিন পর জামিনে বাহিরে ছিলেন নেপালের এই তারকা ক্রিকেটার। সেই সঙ্গে ২০২২ সালের ফেব্রুয়ারিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ ম্যাচ খেলতে তাকে নেপাল ক্রিকেট দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছিল। তখন শর্ত সাপেক্ষে ২০ লাখ নেপালি রুপির জামানতে জামিনে মুক্তি পান সন্দীপ লামিচান।