মাত্র দুই দিন গোসল না করলে শরীরে বিভিন্ন সমস্যা হয়। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই সে সমস্যা গুলোর কথা জানিয়েছেন। প্রতিদিন গোসল করলে দেহ সবসময় পরিষ্কার থাকে। গোসল না করলে শরীরে বিভিন্ন রকম জটিল সমস্যা দেখা দেয়। যেমন: শরীরে দুর্গন্ধ এবং ত্বকের বিভিন্ন সমস্যা এর মধ্যে অন্যতম। তাছাড়া শরীরকে শিথিল ও সতেজ রাখতেও গোসলের ভূমিকা অনন্য।
শরীর দুর্গন্ধ হওয়ার কারণ হলো ব্যাকটেরিয়া। গোসল না করলে শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকায় শরীরে ব্যাকটেরিয়া তৈরির আশঙ্কা থাকে। এতে শরীর দুর্গন্ধ হয়। মুখ না ধুলে মুখে ময়লা জমে ব্রণ ও ব্ল্যাকহেডসের মতো সমস্যা হতে পারে ত্বকে। শরীর না ধুলে এ সমস্যাগুলো অস্বাভাবিক নয়।
গোসল করার পরও শরীরে অনেক ব্যাকটেরিয়া থাকে। এসব ব্যাকটেরিয়া শরীরের পক্ষে ভালো। তবে বেশ কয়েকদিন গোসল না করলে এই ব্যাকটেরিয়া উৎপাদন কমে যায়। এগুলো ডায়রিয়া এবং ফ্লুয়ের মতো সমস্যা তৈরি করতে পারে।
দুই দিন গোসল না করলে শরীরে ময়লা জমে এবং শরীরে বাদামি এক ধরনের অবস্থা তৈরি হয়। একে বলে ডার্মাটাইটিস ন্যাগলেকটা। এ সমস্যাটি গোসল না করার একটি বড় অসুবিধা।
শরীর পরিষ্কার-পিরিচ্ছন্ন না থাকলে প্রদাহের কারণে একজিমা হয়। ত্বকে লালচে ও শুষ্ক একটি অবস্থা তৈরি হয়। এটি গোসল না করার একটি ক্ষতি। গোসল করলে শরীর শুষ্ক হয় না এবং র্যাশও ওঠে না।