পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের পরের দিন ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো: শাহজাহান ফরাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের মো: শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। সোমবার (৫ ফেব্রুয়ারি) কনের বাড়িতে বরযাত্রী নিয়ে রুকাইয়াকে তাঁর বাড়িতে নিয়ে আসেন তিনি। আজ ভোরে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয় লোকজনরা মরিচখেতে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত ওমরের স্ত্রী নববধূ রুকাইয়া জানান, ফজরের আজানের পর আমি আর স্বামী পুকুরে অজু করতে যাই। তিনি নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গেলে আমি ঘরে ফিরে আসি। এরপরে ৭টার দিকে তাঁর মৃত্যুর খবর শুনতে পাই।
নিহত ওমর আলীর বাবা মো: শাহজাহান ফজানান, ফজরের সময় ছেলে ও পুত্রবধূ কে পুকুরপাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে নামাজ শেষে ফিরে এসে দেখি মরিচখেতে ছেলের রক্তাক্ত লাশ পড়ে আছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
পটুয়াখালীর কলাপাড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধারের বিষয়ে, মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার তালুকদার জানান, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।