অস্ত্রসহ বাংলাদেশ নৌবাহিনীর পোশাক পরা ছবি দেখিয়ে নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোট ১৩টি বিয়ে করা এক প্রতারককে বিয়ের ঘটকসহ আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো: মাছুম আহমেদ ভূঁঞা জানান, প্রতারণা করে বিয়ে করাই পেশা তার। এর মাধ্যমে প্রায় অর্ধ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্রটি। যৌতুক হিসেবে প্রতি বিয়েতে কয়েক লাখ টাকা করে নেন তিনি। ভুক্তভোগীর এক পরিবারের মামলার সূত্র ধরে প্রতারণার মাধ্যমে বিয়ে করা পেশাদার মহিদুল ইসলাম প্রতারককে ঘটকসহ আটক করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফারুক আহমেদ জানান, নৌবাহিনীর (এমএলএসএস) হিসেবে দুই বছর চাকরির পর নিয়ম ভঙ্গের দায়ে চাকরিচ্যুত হলে প্রতারণার মাধ্যমে বিয়ে করাকেই পেশা হিসেবে বেছে নেন এই প্রতারক। নৌবাহিনীতে থাকা অবস্থায় অস্ত্রসহ নৌবাহিনীর ইউনিফর্ম পরে তোলা ছবি দেখিয়ে খুব সহজেই প্রতারণা শুরু করেন অভিযুক্ত প্রতারক মহিদুল ইসলাম। আটককৃত অপর আসামি মো: কুদ্দুছ আলী কখনো এই প্রতারকের বিয়ের ঘটক আবার কখনো মহিদুলের নিকটাত্মীয় হিসেবে পরিচয় দিতো। প্রতারণার শিকার নারী ও তার অভিভাবকরা বিবরণ দেন তাদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের।