টিকটকে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) ২৬ সেকেন্ডের ১টি ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিষেক হল তার।
সাম্প্রতিক বছর গুলোতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি নিয়ে মার্কিন সরকার তীব্র সমালোচনা করেছে। এখন বাইডেন টিকটকে যোগ দিলেন দেশটির নির্বাচন সামনে রেখে।
টিকটক হলো চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠান। তবে মার্কিন রাজনীতিবিদদের ১টি বড় অংশ বেইজিং এটার মাধ্যমে প্রপাগান্ডা চালায় বলে অভিযোগ করেছেন। কিন্তু টিকটক কর্তৃপক্ষ এই অভিযোগ সম্পূর্ণই অস্বীকার করেছে।
জো বাইডেনের প্রচারণা অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে, ৮১ বছর বয়সী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট রাজনীতি থেকে এনএফএল চ্যাম্পিয়নশিপ গেম বিষয়গুলিতেও হালকাভাবে স্পর্শ করেন।