বরিশালের গৌরনদীতে একটি বাড়ির বাথরুম থেকে বোমা উদ্ধার করার সময় বিস্ফোরণে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পিছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন, কনস্টেবল মো: মিজান এবং বাড়ির মালিক মো: মাসুম হাওলাদার।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার বড় কসবা ইসলামিয়া মিশনের পিছনে মাসুম হাওলাদারের শোবার ঘর থেকে ১৫/২০ গজ দূরে বাথরুম রয়েছে। মঙ্গলবার সকালে মাসুম ওই বাথরুমে তালা দেওয়া দেখে প্রতিবেশী কেউ তালা দিয়েছে কিনা খবর নেন। কিন্তু তালা দেওয়ার বিষয়ে কেউ জানাতে না পারায় সুমন একপর্যায়ে তালা ভেঙ্গে ফেলেন।
তখন বাথরুমের মধ্যে ২টি বাজারের ব্যাগ দেখতে পান এবং ব্যাগে লাল টেপ পেঁচানো ৩টি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করার সময় সেগুলোর বিস্ফোরণ ঘটে। এতে এসআই কামাল ও বাড়ির মালিক মাসুম স্প্লিন্টার বিদ্ধ হয়েছেন এবং কনস্টেবল মিজান আহত হয়েছেন।
আরও জানা গেছে, এসআই কামাল হোসেন সুমনকে দিয়ে ব্যাগ ২টি টয়লেটের ভেতর থেকে বাইরে বের করে আনেন। পরে ব্যাগ ২টি ভিজিয়ে রাখতে বালতিতে পানি ঢালা হয়। এ সময় একটি কৌটা ভেসে উঠলে এসআই কামাল লাঠি দিয়ে খোঁচা মেরে সেটিকে মাটিতে ফেলে দেন। তখন সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তারা ৩ জন আহত হন।
বরিশালের গৌরনদীতে বোমা বিস্ফোরণের বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, বোমা বিস্ফোরণে এসআই, কনষ্টেবল ও বাড়ির মালিক আহত হয়েছেন। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।