চট্টগ্রামের লালখানে এক শিশুর (১২) পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগে মো: জাহেদ উল্লাহ বিন খালেদ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
নির্যাতিত ওই শিশু এবং আটককৃত ব্যাক্তি লালখান বাজারের বিরিয়ানি এক্সপ্রেস নামের ১টি রেস্তোরাঁর কর্মচারী। বুধবার (২১ ফেব্রুয়ারি) নগরীর আসকার দীঘির পাড় থেকে জাহেদকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের লালখানে শিশু নির্যাতনের বিষয়ে খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, নির্যাতিত ওই শিশু ও জাহেদ একই হোটেলে কাজ করেন। জাহেদ রান্নার পাত্র থেকে খাবার তুলে দেওয়ার এবং ওই শিশুটি ডিশ পরিষ্কারের কাজ করে। কাজ নিয়ে জাহেদ প্রায়ই তাকে বিভিন্ন ভাষায় গালাগাল করত। ঘটনার দিন ওই শিশুটি হোটেলের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ খুটছিল।
সেটা দেখে জাহেদ রেগে যায়। কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ তুলে প্রথমে গালি-গালাজ করে। তারপর একপর্যায়ে পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে দেয়। এতে ওই শিশু গুরুতর আহত হয়।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার খুলশী থানার পুলিশ জাহেদকে আটক করে এবং নির্যাতনে ব্যবহৃত সেই লোহার শিকটিও উদ্ধার করে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।