ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলো থেকে ১টি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রোকেয়া হল স্টাফ কোয়ার্টার সংলগ্ন দেয়ালের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
জনা গেছে, হঠাৎ দেয়ালের অপর পাশে রাস্তা থেকে টুপ করে কিছু একটা পড়ার শব্দ পান পরিচ্ছন্নতাকর্মীরা। তারা এগিয়ে গিয়ে দেখতে পান ১টি ব্যাগ পড়ে আছে। তারা প্রথমে ভয় পান, যে বোমা বা অন্যকিছু কিনা।
পরে লাঠিজাতীয় কিছু দিয়ে ব্যাগটি একটু খুললে নবজাতকের মাথা বেরিয়ে আসে। পরে শাহবাগ থানা পুলিশের সহায়তার নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলোর কেয়ারটেকার জানান, আমি গিয়ে দেখি নবজাতকটির বীভৎস অবস্থা। এটি দেখার মতো না। কোনো স্বাভাবিক মানুষ এটা সহ্য করতে পারবে না।
দেয়ালের অপর পাশ থেকে কেউ এই শিশুর লাশটি ছুঁড়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উন্মুক্ত হওয়ায় অনেকেই তো রাস্তায় চলাচল করে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি নিয়ে যায়।