ঝিনাইদহে একটি সরকারি গাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৬ সদস্যরা । এ সময় গাড়ির চালকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। শনিবার (৯ মার্চ) ভোরে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের মধুপুর এলাকায় অভিযান চলাকালে এসব মাদক উদ্ধার করা হয়।
ঝিনাইদহে ১৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটকের বিষয়ে ঝিনাইদহ র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো: নাঈম আহমেদ জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সরকারি দপ্তরের গাড়িতে ফেনসিডিল বহন করে রাজধানী নিয়ে যাওয়া হচ্ছে। পরে মধুপুর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে ঢাকা মেট্রো ঘ (১৫-৭৭২৪) নম্বরের কালো রঙের একটি পাজেরো গাড়িটি থামানো হয়।
এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িটির চালক জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগের, যা সরকারি কাজে ব্যবহার করা হতো। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।