চাঁদপুরের শাহরাস্তিতে জাল ভোট দিতে যাওয়ায় হাতেনাতে ধরা পড়া মো: আরমান হোসেন (১৮) নামের এক যুবককে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই তরুণকে ১ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়াইরপাড়া গ্রামের মো: এমরান হোসেনের ছেলে।
শনিবার (০৯ মার্চ) দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে উপপনির্বাচন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রে উপস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকরের কাছে ওই তরুণ নিজের দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
জানা গেছে, চাঁদপুরের শাহরাস্তিতে ১ জন মেম্বার প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে ঢোকেন আরমান হোসেন। এ সময় কেন্দ্রে উপস্থিত থাকা বিভিন্ন প্রার্থীর এজেন্টরা তাকে চ্যালেঞ্জ করেন। এ সময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়ার পর আরমান হোসেনকে কারাগারে পাঠানো হয়।