রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় বাবার সঙ্গে মোটরসাইকেলে থাকা আব্দুল্লাহ মাহমুদ রিফাত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর বাবা মো: আব্দুল গণি ও শিশু ফাহাদ (১৪)
নিহত শিশু রিফাতের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। রিফাত একটি মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু সন্তান রিফাত এবং দোকানের কর্মচারী ফাহাদকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আব্দুল গণি। এ সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ ৩ রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ১টি মালবাহী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে শিশু রিফাত ঘটনাস্থলেই নিহত হয়। অপর শিশু ফাহাদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হয়েছে। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার পর-পরই রাস্তায় থাকা স্থানীয় লোকজন কাভার্ডভ্যান চালককে আটক ধরে মারধর করেছে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।