যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রায়ান জামান (২৯) নামের বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে কুইন্সে বাড়ির পেছনে নিজের তৈরি ব্যামাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রায়ান জামান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান ও মহিলা নেত্রী মুর্শেদা জামানের ছেলে। কীভাবে তিনি মারা গেছেন তা এখনও পুলিশ জানতে পারেনি। রায়ানের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার বাবা আ.লীগ নেতা আশরাফুজ্জামান।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সারাদিন কোনো খোঁজ না পেয়ে রায়ানের বাবা-মা তার সহকর্মীকে ফোন করে জানতে পারেন সে কাজে যায়নি। এরপর শহরের বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। কোথাও তার কোন সন্ধান না পেয়ে তার বাবা ও মায়ের মনে সন্দেহ দেখা দেয়।
পরে এদিন বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এর রিগো পার্ক এলাকার বাড়ির পেছনে রায়ানের তৈরি ব্যামাগারে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায় তার পরিবার। এই ঘটনা স্থানীয় পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।