দেশের সাত জেলা ও আশপাশের এলাকার ওপর দিয়ে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের সাত জেলায় ঝড়ের ওই বার্তায় বলা হয়েছে, রবিবার (২৪ মার্চ) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, পাবনা, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর এবং নোয়াখালী অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রেয়েছে।
ওইসব এলাকার নদীবন্দরসমূহকে ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতেও নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে সন্ধ্যার সময় দেয়া অপর এক আবহাওয়া বার্তায় দেশের ৮টি বিভাগেই ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। ওই এলাকায় সর্বোচ্চ ৬৫ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড হয়। আরেকদিকে মোংলা ও যশোরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।