যশোরের বেনাপোলে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারাবারিকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বেনাপোল সীমান্ত এলাকার পুটখালী গ্রাম অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা পুটখালী গ্রামের মো: আজিজুর রহমানের ছেল হাফিজুর রহমান ও বালুন্ডা গ্রামের মো: সিরাজুল গাজির ছেলে ইসরাফিল গাজি।
যশোরের বেনাপোলে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারাবারিকে আটকের বিষয়ে র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মো: সাবিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকার পুটখালী গ্রামে স্থানীয় মো: ওলিয়ার রহমানের মালিকানাধীন একটি গরু ফার্মে বিক্রির জন্য বিপুল পরিমাণ ফেনসিডিল মজুদ করেছে মাদক কারাবারিরা।
মঙ্গলবার রাতে র্যাব-৬ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমান ও ইসরাফিল গাজিকে আটক করেন। জব্দকৃত মাদক ও আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর বুধবার (২৭ মার্চ) সকালে যশোর জেল হাজতে পাঠায় পুলিশ।