সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বগুড়ার শেরপুরে

কোটা বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষ ওসি সহ আহত ১৫, তিনজন গুলিবিদ্ধ

বিশেষ সংবাদ

বগুড়া শেরপুরে কোটা বিরোধীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে। এতে ঢাকা বগুড়া মহসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে সংহতি জানাতে মঙ্গলবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে আজকের কর্মসূচির কথা জানানো হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১১ টা থেকে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসার সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হতে থাকে। তারা মিছিল শুরু করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বেলা বাড়ার সাথে সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংখ্যাও বাড়তে থাকে।

তারা মিছিল নিয়ে ধুনট মোড়ে থেকে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আবারও পুলিশ তাদের বাধা দেয়। মুহুর্তের মধ্যেই আন্দোলনকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তাদের প্রতিবাদের মুখে পুলিশ পিছু হটে। শিক্ষার্থীদের মিছিল মহাসড়ক অবরোধ করে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পরিষদের সামনে ঘুরে আবারও শেরুয়া বটতলার দিকে যায়

প্রচন্ড গরমে প্রায় ৫ কিলোমিটার মিছিল করে আন্দোলনকারীরা ক্লান্ত হয়ে যায়। এসময় পুলিশ ধুনট মোড়ে অবস্থান নেয়। প্রায় আধা ঘন্টা পরে শিক্ষার্থীরা আবারও ধুনট মোড়ে এসে মহাসড়ক অবোরধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের শ্লোগানে চারিদিক মুখরিত হয়।

এসময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, বগুড়ার শেরপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরিন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সহ পুলিশ সতর্ক অবস্থা নেয়। তারা আন্দোলনকারিদের মহাসড়ক থেকে সরে যেতে বলে। শিক্ষার্থীরা তাদের অবস্থানে অনড় থাকলে পুলিশ লাঠি চার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীরা পুলিশের দিকে ঢিল ছুড়তে শুরু করে। এসময় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম আহত হলে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পুলিশও পাল্টা রাবার বুলেট, টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী একজন সাংবাদিক, তিনজন পুলিশ সদস্য ও বেশকিছু পথচারি ঢিলের আঘাতে আহত হন।

আহতদের মধ্যে মারুফ, জিম, নজরুল ইসলাম, পথচারী আব্দুস সামাদ, সংবাদ কর্মী রুহুল আমিন, নজরুল ইসলাম, রহমত আলী, জীবন ও সুজনের নাম জানা গেছে। এছাড়া গুলিবিদ্ধ নাছির উদ্দিন ও বাবুর নাম জানা গেছে। গুলিবিদ্ধদের বগুড়া শজিমেকে প্রেরণ করা হয়েছে। এরপরে পুলিশ ধুনট মোড়ে অবস্থান নিলে শিক্ষার্থীরা আবারও বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করে। পুলিশ আবারও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোনকারী জানান, মঙ্গলবার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আজ ভোরে তাদের তিন জনকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আজকে মতো তাদের কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে তাদের এই বিক্ষোভ কর্মসূচী অব্যহত থাকবে

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে শেরপুর থানার পাশাপাশি বগুড়া থেকে এক প্লাটুন পুলিশ ও এক প্লাটুন র‌্যাব মাঠে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও শর্টগানের গুলি ব্যবহার করেছে। সব কিছু প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ফের টিকটকার প্রিন্স মামুন গ্রেফতার

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ফের টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে তাকে আটক করা হয়। বিষয়টি...

এবার নিজের জানাজার ঘোষণা দিলেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যেমে এবার নিজের জানাজার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (১২ আগস্ট) নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক...

জনপ্রিয়

অপরাধ

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা...

রিকশাচালক গ্রেফতার নিয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব সরকারের

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া রিকশাচালক মো: আজিজুর রহমানকে (২৭) গ্রেফতারের বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত...

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) বিকেলে পৌর শহরের ছোটকুমিড়া এলাকার ঝোপগাড়ি...

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার...

রিকশাচালক গ্রেফতার নিয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব সরকারের

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হওয়া রিকশাচালক মো: আজিজুর রহমানকে...

বগুড়ায় খালে মিলল ৬টি গ্রেনেড

বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে ছয়টি হাতবোমা সদৃশ গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট)...

ডা. নিতাই হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের আমৃত্যু কারাদণ্ড

রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় আদালত ১০ আসামির বিরুদ্ধে রায়...

শেরপুরের বিশিষ্ট দই ব্যবসায়ী সন্তোষ কুমার ঘোষের পরলোকগমন

বগুড়ার শেরপুর পৌর শহরের ঘোষপাড়ার সুপরিচিত দই ব্যবসায়ী ও...

ধানমন্ডি থেকে আটক সেই রিকশাচালক হত্যা মামলার আসামি করা হয়নি: ডিএমপি

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে...