সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন।
নিহত সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।
চমেক হাসপাতালের পরিচালক তসলিম উদ্দীন বলেন, আদালত প্রঙ্গনে সংঘর্ষের ঘটনায় হতাহত ৬ থেকে ৭ জন চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। নিহত সাইফুলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


