পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই দণ্ডপ্রাপ্ত আসামিকে রোববার (১১ মে) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে গ্রেফতার করা হয়। সোমবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭ (চান্দগাঁও ক্যাম্প)।
র্যাব জানায়, ফাঁসির দণ্ড মাথায় নিয়ে রেজাউল করিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে লোহাগাড়ার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফোর সিজন রেস্টুরেন্ট এলাকায় গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার আঙ্গুলের ছাপ ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, তিনি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেই রেজাউল করিম। এরপর তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন। ঘটনার পরদিনই দায়ের হয় দুটি মামলা, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে।
২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতে রায় হয়। সেখানে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ২৭৮ জন।
পরবর্তীতে ২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকোর্ট ওই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা করে। সেখানে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, ১৮৫ জনকে দেওয়া হয় যাবজ্জীবন, এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত ২২৬ জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন।


