বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকার হলহলিয়া রেল ব্রিজ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৪৫) মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরবেলা ওই ব্যক্তি রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার শব্দে আশপাশের মানুষ তাকে সরে যেতে বলেন। তারা চিৎকার করে ডাকাডাকি করলেও তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। ধারণা করা হচ্ছে, হয়তো তিনি শুনতে পাননি অথবা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ দ্রুতগতিতে আসলে মুহূর্তেই ঘটনাস্থলে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, “সকালবেলা দেখি এক ব্যক্তি লাইনের ওপর বসে আছেন। আমরা চিৎকার করে সরতে বললেও তিনি কোনো সাড়া দেননি। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে তাকে কেটে দুই টুকরো করে দেয়।”
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা মরদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তির পরনে ছিল লাল গেঞ্জি ও একটি লুঙ্গি। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আমরা তদন্ত করছি এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।