বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

জিএম কাদেরের বাড়িতে হামলা

বৈষম্যবিরোধী নেতাদের জিজ্ঞাসাবাদ সেনাবাহিনীর, ছুটে এলেন সারজিস

বিশেষ সংবাদ

রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখিয়ে হামলাকারীদের শনাক্তে তাদের সহযোগিতা চাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যান সারজিস আলম।

ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাত ১২টার পর। নগরীর পায়রা চত্বরে ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনাসদস্যরা।

রাত দেড়টার দিকে সেখানে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। এরপর রাত ২টার দিকে ইমতিয়াজ ও ইমরানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন সারজিস।

জানা গেছে, গতকাল রাত ১২টার দিকে কয়েকটি গাড়িতে করে সেনা সদস্যরা এসে দুই ছাত্রনেতার সঙ্গে কথা বলেন। এরপর ‘দ্য স্কাই ভিউ’ নামের জিএম কাদেরের বাসায় হামলার সময়কার ভিডিও ও ছবি দেখিয়ে অভিযুক্তদের শনাক্ত করতে বলেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী নেতা ইমতিয়াজ আহমেদ বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ফোন পেয়ে আমরা পায়রা চত্বরে যাই। হামলার ঘটনায় কারা জড়িত, সেটি শনাক্তে সেনাবাহিনী তাদের সহযোগিতা চায়। ‘আমরা স্পষ্ট করে জানিয়েছি—আমাদের কেউ লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছিল না। তবে যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, আমরা অবশ্যই তথ্য দিতে প্রস্তুত।

একই সময়ে সেখানে উপস্থিত হন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী (ডন) এবং জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান (লাকু)। তাদের দলের দুজনের ভিডিও ফুটেজ দেখিয়ে শনাক্ত করতে অনুরোধ করা হয়।

বিএনপি নেতা সামু বলেন, ‘ব্রিগেডিয়ার হুমায়ুন সাহেব ফোনে ডেকে নিয়ে ভিডিও দেখান। বলেন, আমরা যেন সহযোগিতা করি। আমরাও বলেছি, আগামীকাল কথা বলব, প্রয়োজনে তাদের হাজির করব।’

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। তিনি বলেন, ‘দেশের মানুষের বিপক্ষে যাবে, এমন কেউ হোক বা যেই হোক—তার বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে। শান্তি নষ্ট বা ভাঙচুর যেন কেউ না করে, এটা আমরা নিশ্চিত করব।’

বৈষম্যবিরোধী দুই নেতাকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, ‘ওনারা বলেছেন, আমাদের সহযোগিতা করবেন। ভিডিও ও ছবি দেখে কয়েকজনকে চিনেছেন। যাদের হাতে লাঠি ও অন্যান্য জিনিস ছিল, তা থাকার কথা না। তাঁরা বিব্রত এবং কথা দিয়েছেন, আজ (রোববার) তাদের হাজির করবেন। ভবিষ্যতে রংপুরের শান্তি বিনষ্ট হয়—এমন কিছু তাদের পক্ষ থেকে হবে না।’

এ বিষয়ে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে রাত একটা-দুইটার সময় কাউকে ডেকে নেওয়া সাধারণের চোখে দৃষ্টিকটু হতে পারে। আমরা মনে করি, অফিস সময়ের মধ্যে ডাকলেই সবাই সহযোগিতা করতে প্রস্তুত থাকতেন।’

এর আগে রাত ১টার দিকে নিজের ফেসবুক পেজে সারজিস লেখেন, ‘রংপুরে ফ্যাসিস্টের দোসরদের গ্রেপ্তার না করে সহযোদ্ধাদের বিব্রত করা হলে, আগামীকাল রাজপথে দেখা হবে।’

পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই তিনি পঞ্চগড় থেকে ঢাকায় যাওয়ার পথে পায়রা চত্বরে উপস্থিত হন।

তাঁর ভাষ্য, ‘জিএম কাদেরের রংপুর আগমন এবং সাবেক মেয়র মোস্তফাকে পুনর্বহালের পক্ষে জনমত তৈরির চেষ্টার মধ্যেই এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টি এখন ক্ষমতাসীনদের সহায়ক বিরোধী দলের ভূমিকা পালন করছে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মো. তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি...

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রাকচালক নিহত

বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে শহরতলীর...

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও নগরীর...

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ট্রাকচালক নিহত

বগুড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাকের চালক সেলিম হোসেন (৪০) নিহত...

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী...

স্বামী জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বেগম জিয়া

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।...

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, জনসমুদ্রে পরিণত সংসদ ভবন এলাকা

সংসদ ভবন এলাকায় যেদিকে তাকানো যায়, শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আশপাশের সড়ক, এমনকি ফার্মগেট...

বেগম জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি...

শেরপুরে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জ্যাকি গ্রেফতার

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের...