বগুড়ার নবাববাড়ি রোডে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি একটি হত্যাচেষ্টা মামলার রাজস্বাক্ষী ছিলেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত তরুণের নাম এ কে এম ওসামা (২০)। তিনি শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামে এক ব্যক্তি এই হামলা চালায়। হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দেওয়ায় প্রতিশোধ নিতে এসেই সে এই হামলা করে বলে অভিযোগ। মামলাটি করা হয়েছিল এক নারীকে বিষপানে হত্যার চেষ্টার ঘটনায়, যার স্বামী ছিলেন জুয়েল।
আহত যুবকের বাবা আব্দুল কাদের বলেন, “বগুড়ার এক নারীকে তার স্বামী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে সেই নারী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার রাজস্বাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভ থেকেই অভিযুক্ত জুয়েল শরীয়তপুর থেকে এসে আমার ছেলের ওপর হামলা চালায়।”। পরে স্থানীয়রা দ্রুত ওসামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “আহতের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী জুয়েলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।