কুমিল্লার চান্দিনা উপজেলায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার আবুল কালামের ছেলে বোরহান তাকে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত খুঁটিতে বেঁধে রেখেছিলেন।
ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম গণাম্যধমে, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই এবং দীর্ঘদিন শ্বশুরবাড়িতেই বসবাস করছেন। দুই বছর আগে তিনি তার ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে দুরদর্শনে বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করলে আলী আকবর সেই পরিমাণ অর্থ পরিশোধে ব্যর্থ হন।
পরিবার ও স্থানীয়রা জানান, টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বোরহান জোর করে তাঁকে ধরে নিয়ে গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে, মসজিদ সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন। পরে স্থানীয়রা বৃদ্ধকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা যায় এবং অনেকেই অভিযুক্তদের শাস্তির দাবি করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।