কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকার একটি স্টিলে চোর সন্দেহে জয় চন্দ্র সরকার (৩০) নামে এক যুবককে দুইটি বিদেশি কুকুর দিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন, মো. শান্ত ইসলাম (২৮) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আরিয়াল গ্রামের জুলহাসের ছেলে, জেলার সদর উপজেলার মুরমা এলাকার মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে মো. আল আমিন লিপু (৩৬) ও কুমিল্লার বুড়িচং উপজেলার কাটাজাঙ্গাল এলাকার ফারুক হাওলাদারের ছেলে সজিব হাওলাদার (২৬)।র্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বুড়িচং থানায় হস্তান্তর করা হবে।
এর আগে,কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
জানা গেছে, শুক্রবার দুপুরে সাকুরা স্টিলে জয় চন্দ্রকে চুরির অভিযোগে আটক করা হয়। এরপর তাকে কুকুর দিয়ে আক্রমণের জন্য ছুঁড়ে দেয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ওই নির্যাতনের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
র্যাব-১১, সিপিসি-২-এর কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী জয় চন্দ্র সরকারের পরিবার জানায়, তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শীতলপুর গ্রামের বিষ্ণু সরকারের ছেলে। ঘটনার পর তিনি বুড়িচং থানায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান র্যাব থেকে আসামি বুঝে নিয়ে কুমিল্লা আদালতে তোলার ব্যপারটি নিশ্চিত করবেন বলেও জানিয়েছেন।