কক্সবাজারের রামু উপজেলার গহীন পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গাকাটার ঘোনারপাড়া এলাকায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ দল এই সাঁড়াশি অভিযান চালায়।
সেনাবাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, চিহ্নিত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং তার সহযোগীরা গহীন পাহাড়ের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। এমন তথ্য পাওয়ার পরপরই বিশেষ দলটি সেখানে অভিযান শুরু করে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাহাড়ের গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ল্যাং আবছারের ঘনিষ্ঠ সহযোগী ফাতেমা বেগম (২৫)-কে আটক করা হয়।
পরে রামু গর্জনিয়া তদন্ত পুলিশের সদস্য এবং স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের ব্যবহৃত ওই আস্তানায় তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে একটি ডামি পিস্তল, দুটি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের গুলি, ছয়টি রাইফেলের গুলি, তিনটি কার্তুজ, একটি কার্টার, দুটি ধারালো অস্ত্র (ক্রিচ), দুটি বাটন ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।


