ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের হাতে ‘সেনাবাহিনী পদক’ তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে পদক প্রদান করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাদের অবদান ও ত্যাগকে শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা একটি বক্তব্যও প্রদান করেন।
এ আয়োজনে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে অনুষ্ঠানের অন্য বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


