গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকার ডোয়ারিয়া বাড়ির পাশের বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
নিহত শিশুটির নাম আনাস খান (৪)। সে চিনাশুকানিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিন খানের ছোট ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত আলী বলেন, আটক হওয়া দম্পতি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বিল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত শুক্রবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় আনাস। পরিবার জানায়, সকাল আটটার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ির পাশে খেলছিল সে। কিন্তু কিছুক্ষণ পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর সকাল সাড়ে নয়টার দিকে প্রতিবেশী সাজুর বাড়িতে বাইসাইকেলটি পড়ে থাকতে দেখলেও আনাসের কোনো খোঁজ মেলেনি।
শিশুটির দাদা হাসেন আলী খান জানান, সাজুর বাড়িতে বাইসাইকেল পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলে সাজু জানান—বাইসাইকেলটি প্রতিবেশী নজরুল ইসলামের স্ত্রী শাহীনূর রেখে গেছেন। এরপর শুক্রবার রাতেই তারা শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কান্নাজড়িত কণ্ঠে আনাসের বাবা আল আমিন খান বলেন, “ফুলের মতো নিষ্পাপ আমার ছেলেটাকে কেন মারল! ও কী অপরাধ করেছিল! খুনিদের যেন দ্রুত ফাঁসি হয়।”
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখালচন্দ্র বলেন, অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। কপালের ডান পাশে জখম ও দুই হাতের কনুইয়ে কালচে দাগ ছিল।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “তুলে নিয়ে ওই দিনই হাত বেঁধে শিশুটিকে হত্যার পর বিলে মরদেহ ফেলে দেয়। এ ঘটনায় আটক দম্পতি ছাড়া অন্য কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”


