গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় গেঞ্জি তৈরির একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৭টি দোকান ও সেখানে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, চান্দনা এলাকার টিনশেড নির্মিত মার্কেটে একটি দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে; মুহূর্তের মধ্যেই ভয়ানক জ্বালানী ছড়িয়ে পড়ায় পুরোদমে পরিস্থিতি সৃষ্টি হয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিস এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।