মানিকগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে ১১টার মধ্যে জেলার বাসস্ট্যান্ড এলাকা ও সাটুরিয়ার গোলড়া এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন।
আহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার বান্দুটি এলাকার সাগর আলী ও মো. নবীর হোসেন। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রথম বিস্ফোরণ ঘটে রাত ১০টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদম্য ৭১ ভাস্কর্যের সামনে, একসঙ্গে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর প্রায় ২০ মিনিট পর ইউনাইটেড হাসপাতালের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘটে চতুর্থ বিস্ফোরণ।
গোলড়া এলাকার এক ব্যবসায়ী জানান, তার দোকানের সামনে একটি কালো মাইক্রোবাস থেমে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দ্রুত ঢাকার দিকে চলে যায়।
ঘটনার পরপরই মানিকগঞ্জ জেলা পুলিশ অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। বাসস্ট্যান্ড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ডিবি পুলিশও মাঠে সক্রিয় রয়েছে।


