রাজধানীর উত্তরা সেক্টর ১৪-এ এক দল বিক্ষোভকারী সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানের বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় এবং বাড়ির সামনে রাখা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ জন বিক্ষোভকারী প্রথমে বাড়ির সামনে জড়ো হয়ে ‘ফ্যাসিস্ট’ স্লোগান দেন, এরপর তারা বাড়ির ভেতরে ঢুকেও বিভিন্ন স্থানে ভাঙচুর করেন এবং বাড়ির সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে ভিড় জমান।
পুলিশ জানায়, ওই বাড়িটি সাবেক এমপির ভাই নাদিম হাসানের। প্রাথমিকভাবে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা ভুলবশত সাবেক এমপির বাড়ি ভেবে সেখানে আগুন দিয়েছেন; খবর পেয়ে পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


